রাজবাড়ীতে নিয়মিত কর্মসূচির আওতায় উদীচীর পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন রাজবাড়ী জেলা উদীচীর কার্যালয়ের মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
পাঠচক্রে স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ এবং সঞ্চালনা করেন পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল হালিম বাবু। এসময় বিষয়ভিত্তিক আলোচনা করেন সুমন বিশ্বাস। এছাড়া আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক অপূর্ব কুমার দাস, জেলা উদীচীর সহ-সভাপতি ফকীর শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, কবি নেহাল আহম্মেদ, খোকন মাহমুদ, উদীচীর কোষাধ্যক্ষ রাধেশ্যাম চক্রবর্তী, সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার , দপ্তর সম্পাদক সুমা কর্মকার, আব্দুল আওয়াল, আব্দুর রহমান প্রমুখ।
পাঠচক্রে তারাশংকর বন্দোপাধ্যায়ের লেখা উপন্যাস 'কবি' পাঠ করা হয় এবং এ সম্পর্কে নানাবিধ আলোচনা করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari