পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে তাজিয়া শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে রাজবাড়ী শহরের খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গন থেকে শোক র্যালি বের হয়। আঞ্জুমান-ই-কাদেরিয়া রাজবাড়ীর সভাপতি (ভারপ্রাপ্ত) নাসিম শফি শোক র্যালির নেতৃত্ব দেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় বড় মসজিদ খানকা শরীফে এসে শেষ হয়। র্যালিতে খালি পায়ে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লি ও হুসাইন অনুসারীরা শোক অংশ নেন। দুপুরে বিতরণ করা হবে তবারক।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সদস্যরা জানান, কয়েক যুগ ধরে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরিয়া এই অনুষ্ঠান পালন করে আসছে। সে ধারাবাহিকতায় তাজিয়া মিছিলে ২৫ থেকে ৩০ হাজার ধর্মপ্রান মুসল্লি, হুসাইন অনুসারী ও কাদেরীয়া তরিকার অনুসারীরা অংশ নেন।
আশুরার দিনটি বিশ্ব মুসলিমের কাছে যে কারণে সবচেয়ে স্মরণীয় ও হৃদয়বিদারক তা হলো ৬১ হিজরির এ দিনেই সাইয়্যেদুল আম্বিয়া হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র, আমিরুল মুমিনিন শেরে খোদা হজরত আলী (রা.) ও খাতুনে জান্নাত হজরত ফাতেমা (রা.)-এর হৃদয়ের ধন, দয়াল রাসূল (সা.)-এর প্রতিষ্ঠিত মোহাম্মাদী ইসলামের অকুতোভয় বীর সেনানী ইমাম হুসাইন (রা.) মাত্র ৭২ জন সহযোগী নিয়ে এজিদের ২২ হাজার সৈন্যের এক বিশাল বাহিনীর বিরুদ্ধে শাহাদতবরণের মাধ্যমে সত্য ও ন্যায়ের এক মহান আদর্শ স্থাপন করে গেছেন। পৃথিবীর ইতিহাসে নির্মম ঘটনার সাক্ষী আশুরা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari