রাজবাড়ীর গোয়লন্দ উপজেলার দৌলতদিয়ায় আগুনে একটি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার দৌলতদিয়া সিনেমা হলের পাশে মো. রশিদ মীরের চা-পান সিগারেটের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হঠাৎ সকালে আশপাশের লোকজন জব্বার মীরের দোকানে অগ্নিকান্ড সংঘটিত হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তারা আরো জানান, আগুন লাগাকালীন সময়ে ওই দোকানে কেউ ছিলোনা। স্থানীয়ারা ধারণা করছেন ইলেকট্রিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে দোকান ঘরে যা ছিলো সবই পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত জব্বার মীর জানান, রাতে দোকানের বেচাকেনা শেষ করে বাড়ি চলে যায়। সকালে ঘুম থেকে উঠে লোক মারফত শুনতে পাই আমার দোকানে আগুন লেগেছে। বাড়ি থেকে আসার আগেই আমাদের শেষ সম্বল আগুনে পুড়ে গেছে, এখন পরিবার নিয়ে কি খাবো? কোথায় ব্যবসা করবো কিছুই বলতে পারছিনা। দোকানের মধ্যে থাকা ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র, মালামালসহ সবকিছু পুড়ে গেছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আব্দুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমরা ধারণা করছি ইলেকট্রিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে দোকান মালিকের অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari