জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরে রাজবাড়ী জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সামবার দিবাগত রাত ১১ টার পর থেকেই সেখানে আসতে শুরু করে রাজবাড়ী জেলা ছাত্রদলসহ সংগঠনটির সকল ইউনিটের নেতাকর্মীরা। পরে মঙ্গলবার প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহীদ বেদীতে দাঁড়িয়ে থাকা সকল নেতাকর্মীদের হাতে প্রজ্বলিত হয় মোমবাতি। মোমবাতি হাতে সাউন্ডের পাশাপাশি সকলের কণ্ঠে শোনা যায় জাতীয় সংগীত।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, সভাপতি তানভীর খান রনি, সিনিয়র সহ-সভাপতি সুজন আলী, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সিজানুর রহমান শুভ, দপ্তর সম্পাদক তারেক রহমানসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari