রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের সম্মেলন শনিবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আল মামুন আরজু সভাপতি এবং আলাউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। সদর উপজেলা কৃষকলীগের বিদায়ী আহ্বায়ক গাজী বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যড. জামাল হোসেন মুন্না, জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, হাসিবুল হক তুহিন, বিপ্লব মুক্ত বিশ^াস, আবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এ সম্মেলনর মধ্য দিয়ে রাজবাড়ীতে কৃষক লীগ আরও শক্তিশালী হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে কৃষকলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক সভাপতি সম্পাদকসহ পাঁচজনের নাম ঘোষণা করেন। অপর তিনজন হলেন সিনিয়র সহ সভাপতি রাজু আহমেদ, সহ সভাপতি ফিরোজ আাহমেদ এবং সাংগঠনিক সম্পাদক নেফাজ মন্ডল।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari