স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে মো. ওবায়দুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ জুন শুক্রবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওবায়দুর একই গ্রামের বাসিন্দা। এঘটনায় ওবায়দুর রহমানের সহোদর ভাই আহতের স্ত্রী, শ্যালক, শ্বাশুরসহ ছয়জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৫ বছর পূর্বে আমার ভাই ওবায়দুর রহমান পলি বেগমকে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করে। তাদের ১ ছেলে ও ৩ মেয়ে আছে। পলি বেগম বিবাদী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদ করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে পলি বেগম ৫ মাস আগে ভাইয়ের সহিত ঝগড়া করে বাবার বাড়ীতে চলে যায়। আমার ভাই একাধিকবার তাকে নিয়ে আসার জন্য গেলেও আসে নাই। গত ২৪ জুন তারিখে তার ভাই স্ত্রী পলিকে মোবাইল ফোনে বাড়ীতে ফিরে আসার জন্য অনুরোধ করেন। ওই সময় তাার ভাইকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। গত ২৭ জুন রাত দেড়টার দিকে ৫নং বিবাদী বাবর আলী মীমাংসা করে দেবে এমন কথা বলে ডেকে নিয়ে যায়। এসময় বর্ণিত সকল বিবাদীরা ধারালো হাসুয়া, ছেন দা, লোহার রড, বাঁশ দিয়ে আমার ভাইকে এলোপাথারীভাবে মারপিট শুরু করে। বিবাদীরা আমার ভাইকে ধরে ঘাস মারার বিষ খাওয়ায়। আমার ভাইয়ের আত্ম-চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে উদ্ধার করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari