বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় রাজবাড়ী শহরের বিনোদপুর রাধাগোবিন্দ জিউর মন্দিরে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়েছে। রাধাগোবিন্দ জিউর মন্দির কমিটির উদ্যোগে শুক্রবার অরুণোদয় থেকে এ নামযজ্ঞ শুরু হয়।
জানা গেছে, ৪০ প্রহরব্যাপী এ নামযজ্ঞে দেশের সাতটি খ্যাতনামা কীর্তনীয়া দল নামসুধা পরিবেশন করবে। দলগুলো হলো খুলনার কৃষ্ণ ভক্ত সম্প্রদায়, ফরিদপুরের জয়গুরু সনাতন সম্প্রদায়, পটয়াখালীর কানুগোপাল সম্প্রদায়, গোপালগঞ্জের গোকুলকৃষ্ণ সম্প্রদায়, মাগুরার শ্যামা সম্প্রদায়, কুষ্টিয়ার রাধাবিনোদ সম্প্রদায় এবং ঢাকার নদীয়া বিহারী সম্প্রদায়। ৪০ প্রহরব্যাপী নামযজ্ঞ শেষে ২ ও ৩ জুলাই দুই দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশিত হবে। লীলা কীর্তন পরিবেশন করবেন ফরিদপুরের অমল ব্যানাজী, সাতক্ষীরার কুমারী আশালতা মন্ডল ও রাজশাহীর শতরূপা হালদার।
মন্দির কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবারের মত এবারও ভক্তবৃন্দের পদচারণায় মুখর হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ। দূর থেকে আসা ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari