পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের উদ্যোগে নারকেল গাছের চারা রোপন করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে ৫০টি নারকেল গাছের চারা রোপন করেন ইউএনও। এ সময় ইউএনও ছাড়াও উপজেলা পাট কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও মো. নাহিদুর রহমান বলেন, প্রাকৃতিক শোভা বাড়ানো, জীবন ও সম্পদ রক্ষার্থে এবং অক্সিজেন সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে প্রথমে দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে ৫০টি নারকেল গাছের চারা রোপন করা হয়েছে। এছাড়াও চলতি বছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস প্রাঙ্গন, রাস্তার ধারে ফলদ, বনজ সহ বিভিন্ন ধরনের দুই হাজার গাছের চারা রোপন করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari