রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল এক কাতল মাছ। বৃহস্পতিবার ভোর রাতে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটরর অদূরে জাল ফেলে মাছটি শিকার করেন জেলে রবিন হলদার। সকালে মাছটি তিনি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি উম্মুক্ত নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৮'শ টাকা কেজি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় মাছটি কিনে নেন ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী চান্দু মোল্লা। বিশাল আকৃতির কাতল মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।
মৎস্য ব্যাবসায়ী চান্দু মোল্লা বলেন, অনলাইনে যোগাযোগ করে মাছটি তিনি কেজি প্রতি ৫০ টাকা লাভে ৩৯ হাজার ৯৬০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে দিয়েছেন। নদীতে এখন জোয়ার থাকায় মাঝে মধ্যেই বিভিন্ন প্রকারের বড় বড় মাছ ধরা পড়ছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari