রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ১শ জন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়া ১ নং ফেরিঘাট এলাকায় এ রেইনকোট বিতরণ করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন পর্যায়ে রিক্সা চালক, দিনমজুর, কৃষকদের মাঝে রেইনকোট তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, এখন আষাঢ় মাস চলমান রয়েছে। আষাঢ় মাসে প্রতিনিয়ত থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে অসহায় খেটে খাওয়া মানুষগুলো তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। এ বিষয়টি চিন্তা করেই তাদের মাঝে রেইনকোট বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, সামনে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে অতিবৃষ্টির সম্ভাবনা থাকে। অতি বৃষ্টির মধ্যেও জেনো তারা তাদের দৈনন্দিন কাজ করার ক্ষেত্রে রেইনকোট পরিধান করতে পারে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari