রাজবাড়ীর গোয়ালন্দে গলায় ওড়না পেঁচিয়ে রোকসানা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূ গোয়ালন্দ পৌরসভার অম্বলপুর গ্রামের আজিম শেখের স্ত্রী। এ ঘটনায় নিহতের বাবা রশিদ শেখ বাদী হয়ে তার মেয়ে জামাই আজিম শেখের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ আসামি আজিম শেখকে গ্রেফতার করেছে। ১৫ জুন শনিবার দিনগত রাত দেড়টা থেকে দুইটার দিকে নিজেদের বসতঘরে বাঁশের আড়ার সাথে ওড়নায় ঝুলে ওই গৃহবধূ আত্মহত্যা করেন।
শনিবার দিনগত রাতে গৃহবধূ রোকসানা ও তার স্বামী আজিম শেখের সাথে রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনেই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রোকসানা রাত দেড়টা থেকে দুইটার মধ্যে যে কোন সময় তার নিজের ব্যবহৃত ওড়না দিয়ে ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস নেয়। তার স্বামী আজিম শেখ টের পেয়ে বাড়ির লোকজনকে ডাকাডাকি করে জড়ো করে। পরে রোকসানাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক গৃহবধু রোকসনাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari