ঈদুল আজহার ১০ দিনের ছুটিতে মহাধুমধামে ঈদ উৎসব পালন করেছে সারাদেশের সরকারী কর্মকর্তা কর্মচারীগণ। তবে কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর তাদের সেবা কার্যক্রম বন্ধ রাখেনি।
ঈদের ছুটিকালীন সময় কোন প্রসূতি মা ও সন্তান যাতে সমস্যায় না পড়ে সে জন্যই দপ্তরটি ঈদের ছুটির দিনেও সেবাদান অব্যাহত রাখে। দপ্তরটির মডেল সেন্টারের নাম মদাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র। এটি ২৪ ঘন্টা চালু রাখা হয় ঈদ ছুটির ১০ দিন। কেন্দ্রটিতে ১০ দিনে ১০ প্রসূতিসহ শতাধিক রোগীর স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।
পরিবার কল্যান পরিদর্শীকা সাজেদা খাতুন উপজেলা সেরা প্রসূতি মায়ের গর্ভের সন্তান ডেলিভারী কর্মী হিসেবে পরিচিত। সাজেদা খাতুন প্রসূতি মায়েদের ভরসাস্থল হিসেবেও পরিচিত। তিনি জানান, কালুখালীসহ আশপাশের উপজেলা থেকেও এখানে প্রসূতি মায়েরা সেবা নিতে আসেন। এখানে গভীর রাতে দূরের রোগীরা আসেন। ফলে সরকারী ছুটির দিনেও আমাদের সেবাদানের জন্য প্রস্তুত থাকতে হয়। তিনি জানান, গড়ে প্রতিমাসে এখানে ৪/৫ জনকে গভীর রাতে ডেলিভারী করাতে হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার জানান, কেন্দ্রটিতে নরমাল ডেলিভারী, কিশোর কিশোরী, মা ও শিশু স্বাস্থ্যসেবা, সাধারন রোগীসেবা, গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবাসহ খাবার বড়ি, (আপন, সুখি) কনডম, ইনজেকট্যাবলস, আই ইউ ডি সহ সকল জরুরী সেবা প্রদান করা হয়। প্রতিবারের ন্যায় এবারো ঈদের ছুটি কালীন সময়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর জরুরি সেবাসমুহ যথারীতি চালু রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। সে মোতাবেক সেবা প্রত্যাশীদের সকল জরুরি সেবা প্রদান করা হয়েছে ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari