রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের বাসিন্দা অ্যড. লিয়াকত আলী বাবুর স্ত্রী তাজিম সুলতানা লাকি (৬০) রোববার ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নলিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাজিম সুলতানা লাকি মৃত্যর আগ পর্যন্ত জেলা মহিলা দলের উপদেষ্টা পদে ছিলেন। এর আগে তিনি একই সংগঠনের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। রোববার বিকেলে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে তার জানাজার নামাজ শেষে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা বিএনপির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নামাজে জানাজায় জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। তাজিম সুলতানা লাকী দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে ভুগছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari