র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী থেকে একটি পাকিস্তানি রিভলবার উদ্ধার করেছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মঙ্গলবার রাত অনুমান ২টার দিকে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর থানার গোপালবাড়ী এলাকা হতে ১ টি পাকিস্তানি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। অস্ত্রটি রাজবাড়ী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari