‘এইচআইভি/এইডস পরীক্ষা করুন, নিজে জানুন’ স্লোগানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের মাঝে বিনামূল্যে ভ্রাম্যমাণ এইচআইভি/এইডস মোবাইল ভ্যান কার্যক্রম শুরু হয়েছে। দৌলতদিয়া যৌনপল্লীতে এ কার্যক্রম চলবে ২৯ মে বৃহস্পতিবার পর্যন্ত। গত মঙ্গলবার দিনব্যাপী ঢাকা, মহাখালি স্বাস্থ্য অধিদপ্তর এইডস/এসটিডি প্রোগ্রামের আয়োজনে এবং দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র, সুখপাখি সেন্টার ও পায়াক্ট বাংলাদেশ সংস্থার সহযোগিতায় বিনামুল্যে এ ভ্রাম্যমান এইচআইভি/এইডস মোবাইল ভ্যান কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপি বিনামুল্যের পরীক্ষার প্রথম দিনে ৬২ জন যৌনকর্মীদের পরীক্ষার আওতায় আনা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের কাউন্সিলর সাবরিনা আক্তার, মেডিকেল টেকনোলজিস্ট রাম কৃষ্ণ রায়, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রান্ত দাস, ডা. মো. আতিকুল ইসলাম, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, সুখ পাখি সেন্টারের ম্যানেজার নিলুফা ইয়াসমিন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট শাকিল সরদার, কাউন্সিলর রূপা রানী কুন্ডু, প্যারামেডিক মো. সাব্বির, মোছা: খাদিজা খাতুন, মৌসুমী আক্তার প্রমুখসহ অন্যান্য কর্মীবৃন্দ।
এব্যাপারে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে যৌনপল্লীর বাসিন্দাদের মাঝে বিনামূল্যে তিনদিন ব্যাপী এ কার্যক্রম চলবে। প্রথম দিনে ৬২ জনকে পরীক্ষার আওতায় আনা হয়েছে। তবে যাদের পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে কাউকে এইচআইভি/এইডস পজেটিভ রোগি হিসাবে পাওয়া যায়নি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari