রাজবাড়ী বালিয়াকান্দিতে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে বহরপুর ইউনিয়নের বারুগ্রাম মাঠে ধান কর্তন উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।
এসময় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা কৃষি অধিদপ্তরের জেলা প্রশিক্ষন অফিসার গোলাম রসূল, জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা,উপজেলা কৃষি কর্মকর্তা মো রফিকুল ইসলাম,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন কৃষি বিভাগ প্রযুক্তি নির্ভর চাষাবাদের ওপর গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন ফসলের নতুন নতুন জাত উৎপাদন সহ প্রযুক্তির মাধ্যমে কৃষি কাজকে সাশ্রয়ী ও সহজ করার লক্ষ্যে কাজ করছি আমরা। তারই ধারাবাহিকতায় আজকে প্রনোদনা কর্মসূচির আওতায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের ব্যবস্থা করেছি। যার ফলে এই প্রযুক্তি সম্বন্ধে কৃষক জানতে পারছে। কৃষক এই প্রযুক্তি ব্যবহার করলে তাদের ধান চাষের ব্যয় অনেক কমে যাবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari