শনিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
সেমিনারে আলোচনায় অংশ নেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার চৌধুরী, জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আসিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
অনুষ্ঠানে জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রাজবাড়ীর সহ সভাপতি, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এর কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, কনজ্যুমারস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, ছাত্র ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari