‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’ স্লোগানে শিশু-কিশোরদের মাঠমুখী করতে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। গত শুক্রবার গোয়ালন্দের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন মুক্তি সংঘ। খেলায় গোয়ালন্দের সিনিয়র দল বনাম জুনিয়র দল একে অপরের মোকাবেলা করে।
টসে জয়লাভ করে সিনিয়র দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সিনিয়র দল ১৮ ওভার ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৫৮ রান করতে সক্ষম হয়। জবাবে জুনিয়র দল ১৫৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটের বিনিময়ে ১৫৮ রান করতে সক্ষম হয়। ফলে আয়োজক কমিটি দুই দলকে বিজয়ী ঘোষণা করেন। খেলায় ভালো নৈপুণ্য প্রদর্শন করে, ব্যাটিংয়ে ব্যক্তিগত ৫৫ রান করা ম্যাচ সেরা নির্বাচিত হন সিনিয়র দলের অহিদুল ইসলাম সোজাত।
সোনালী অতীত খেলোয়াড়দের মধ্যে ছিলেন জিয়াউল হাসান টিটু, মনোয়ার হোসেন মনো, মো. হারুন মোল্লা, মো. সাজ্জাদ হোসেন, মো. সাইদুল ইসলাম, মো. মাসুদ মিয়া, গোলাম মোস্তফা সোহাগ, সুলতান মাহমুদ সবুজ, মো. সামচু মোল্লা, অহিদুল ইসলাম সোজাত, রবিন নুরতাজ আলম, মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ, মানিক ঘোষ, মো. লাল, মো. মাসুম গাজী, মো. সুমন, মো. সোহেল, জুয়েল রানা প্রমুখসহ মুক্তি সংঘ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
প্রীতি ম্যাচের আয়োজক মনোয়ার হোসেন মনো ও মো. হারুন মোল্লা বলেন, স্মার্ট ফোন থেকে শিশু-কিশোরদের মাঠমুখী করতে আমাদের এমন উদ্যোগ। বিকেল হলেই যাতে করে সকল শিশু-কিশোররা মাঠে এসে খেলাধুলা করে এজন্য আমরা সিনিয়ররা এমন প্রীতি ম্যাচের আয়োজন করেছি। অন্তত সপ্তাহের ছুটির দিন শুক্রবার ছোট-বড় সবাই মিলে একসাথে এমন আয়োজন চলমান থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari