ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস নামে একটি ট্রেনের দুটি বগি ফরিদপুরের ভাঙ্গায় লাইনচ্যুত হয়েছে। এতে করে রাজবাড়ী থেকে ঢাকাগামী ট্রেনগুলো চলাচল করেছে বিলম্বে। একটি ট্রেন ঘুরে গেছে যমুনা সেতু হয়ে।
রাজবাড়ী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। যেকারণে ওই রুটে ট্রেন চলাচলে বিঘœ ঘটে। খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রাত ২টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়েছে ভোর ৫টা ৫মিনিটে। নকশী কাঁথা এক্সপ্রেস মেইল ট্রেনটি ভোর সাড়ে ৫টায় ছাড়ার কথা থাকলেও ছেড়েছে সকাল ৮টা ২০ মিনিটে। এছাড়া ঢাকা থেকে বেনাপোলগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু দিয়ে এ পথে আসতে না পেরে যমুনা সেতু হয়ে ঘুরে গন্তব্যে গেছে। এ রুটের বেনাপোল যাত্রী যারা টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। তবে, রাজবাড়ী থেকে চলাচলকারী অন্যান্য ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে বলে জানান তিনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari