রাজবাড়ীর গোয়ালন্দ উজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে এবার সাড়ে ৩২ কেজি ও ২৫ কেজি ওজনের দুটি বড় আকারের কাতল মাছ ধরা পড়েছে। গত শনিবার ভোররাতে আলেক চাঁন হালদারের জালে সাড়ে ৩২ কেজি এবং মোমিন হালদারের জালে ২৫ কেজি ওজনের দুটি কাতল মাছ ধরা পড়ে।
মাছ দুটি রবিবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে সাড়ে ৩২ কেজির ওজনের মাছটি প্রতি কেজি ১৬'শ টাকা দরে ৫২ হাজার এবং ২৫ কেজি ওজনের মাছটি ১৫'শ টাকা কেজি দরে ৩৭ হাজার ৫০০'শ টাকা দিয়ে কিনে নেন দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনি-আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছ দুটি কিনে এনে ঢাকার দুই ব্যবসায়ীর নিকট প্রতি কেজিতে ১০০'শ টাকা লাভে বিক্রি করেছি। সাড়ে ৩২ কেজির মাছটি ৫৫ হাজার ২৫০ টাকা ও ২৫ কেজির মাছটি ৪০ হাজার টাকায় বিক্রি করে ক্রেতাদের নিকট পাঠিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, বর্তমানে অধিকাংশ জেলের জালেই পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে। গত শনিবারও ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ অর্ধলক্ষ টাকায় বিক্রি করেছি।
জেলে আলেক চাঁন ও মোমিন হালদার বলেন, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যার পর তারা ইঞ্জিন চালিত মাছ ধরা ট্রলার নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে বের হন। বড় সাইজের মাছ পেয়ে তারা খুব খুশি। ভালো দাম পাওয়ায় পরিবার নিয়ে আমাদের অনেকদিন ভালোভাবে কেটে যাবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari