রাজবাড়ীর গোয়ালন্দে এক প্রবাসীর বাগানের অর্ধশতাধিক ফলজ চারাগাছ কেটে ফেলেছে দুবৃত্তরা। বুধবার দিনগত রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বালিয়াকান্দি গ্রামের পেশকার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত বাগান মালিক রফিকুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী। তিনি মৃত ফজলুল শেখের ছেলে। কষ্টার্জিত টাকায় ভিটে কিনে সেখানে তিনি শখের একটি বাগান গড়ে তোলার চেষ্টা করছিলেন। তার ছোটভাই আলামিন হোসেন বাগানটির দেখাশোনা করতেন।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, ধারালো অস্ত্র দিয়ে প্রবাসী রফিকুলের বাগানের ফলজ গাছ আম, জাম, লিচু, পেয়ারা, নারকেল, মাল্টা, বাতাবি লেবু, কমলা, ছবেদাসহ বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক চারাগাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলোর বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর হবে।
স্থানীয় বাসিন্দা শিমুল মোল্লা, নয়ন শিকদারসহ কয়েকজন জানান, এখানে সুন্দর একটি ফলের বাগান গড়ে তোলার চেষ্টা করছিলেন প্রবাসী রফিকুল ইসলাম। চারাগাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল। হঠাৎ করে বৃহস্পতিবার সকাল বেলা তারা দেখতে পান সবগুলো গাছের গোড়া ও মাঝামাঝি হতে গাছগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। এটা অত্যন্ত ঘৃনিত একটা কাজ হয়েছে। তবে কে বা কারা কেটেছে এবং কেনই বা কেটেছে সে বিষয়ে তাদের কিছু জানা নেই।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের মাধ্যমে তিনি বিষয়টি অবগত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari