আন্তর্জাতিক শ্রমিক দিবস যা মে দিবস হিসেবে সর্বাধিক পরিচিত। আজ সেই মহান মে দিবস ২০২৫। এ দিবস শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতির দিন। বিশ্বের সব দেশেই দিনটি যথাযোগ্য মর্যাদা ও গুরুত্ব সহকারে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের ১ মে ৮ ঘণ্টা শ্রম অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন এবং যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে এলোপাথারী গুলিতে নিহত হন তরতাজা ও কর্ম উদ্যোমী ১১ শ্রমিক।
সেই থেকে বিশ্বের সব দেশে দিনটিকে স্মরণ করে ও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিক স্বার্থ সংরক্ষণের দাবিতে ১ মে অতি মর্যাদার সঙ্গে পালিত হয়। নেয়া হয় নানা কর্মসূচি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মে দিবস অতি গুরুত্ব সহকারে পালিত হয়ে আসছে। দিনটি পালন উপলক্ষ্যে আজ দেশে সরকারি ছুটি। প্রতিবারের ন্যায় এ বছরেও বাংলাদেশে দিবসটি উদযাপনের লক্ষ্যে নানামুখি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহান মে দিবসে এ বছরের প্রতিপাদ্য হচ্ছে:
‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’
মালিক-শ্রমিক সু-সম্পর্কের মধ্য দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি উন্নত-সমৃদ্ধ একটি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে ঠাঁই করে নিবে বলে আমি বিশ্বাস করি।
জেলা পুলিশ, রাজবাড়ী’র পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষ্যে সকল শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করছি।
মোছাঃ শামিমা পারভীন
পুলিশ সুপার
রাজবাড়ী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari