ঢাকায় বিএনএমসিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ ও বিএনএমসির রেজিস্টারের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী রবিউল ইসলাম, মানিক মিয়া, রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সজীব মিয়া, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন, আইডিয়াল নার্সিং কলেজের শিক্ষার্থী রকি প্রামানিক প্রমুখ।
বক্তারা বলেন, গত প্রায় ১ সপ্তাহ ধরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (পাস কোর্স) করার দাবিতে আন্দোলন করে আসছেন তারা। ঢাকায় বিএনএমসিতে শান্তিপূর্ণ আন্দোলনে বিএনএমসির রেজিস্টারের মদদে-উসকানিতে শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালায়। এই হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। একটি শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এই নির্মম হামলার তীব্র নিন্দা জানান তারা। এসময় বিএনএমসির রেজিস্টারের পদত্যাগের দাবি জানান তারা।
গত শনিবার থেকে ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্রাকটিস বর্জন করে আন্দোলন করে আসছেন তারা। দাবি আদায় না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari