রাজবাড়ীর গোয়ালন্দে ১'শত পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তারা হলো ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গুহ লক্ষীপুর গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে মো. হাফিজুল (৫০) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পোড়াভিটার মৃত জামাল বিশ্বাসের মেয়ে সাথি বেগম (৪০)।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে গোয়ালন্দ ঘাট থানাধীন বাংলাদেশ হ্যাচারীজ সংলগ্ন কুব্বাতের মুদি দোকানের সামনে থেকে তাদের কাছ থেকে ১'শ পুরিয়া হেরোইনসহ হাতেনাতে আটক করে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari