রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে মোসলেম প্রামানিক (৬৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে পদ্মা নদীর দৌলতদিয়া ইউনিয়নের শাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকা হতে তার লাশ উদ্ধার করে দৌলতদিয়া নৌ-পুলিশ। তিনি দৌলতদিয়া ইদ্রিস মিয়া পাড়ার বাসিন্দা মৃত হায়দার প্রামানিকের ছেলে।
জানা গেছে, মোসলেম প্রামানিক ব্রেইন স্টোকের রোগী ছিল। ইতিপূর্বে দুইবার তার ব্রেন স্ট্রোক হয়। পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার পরিবারের সদস্যদের নিষেধ না শুনে বিকাল ৪ টার দিকে জীবিকার তাগিদে অসুস্থ শরীর নিয়েই নদীতে মাছ ধরতে যান। এরপর হতে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকাল থেকে নদী তীরবর্তী এলাকায় স্বজনরা তার খোঁজ করতে থাকেন। একপর্যায়ে সকাল সাড়ে ৯ টার দিকে নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই আব্বাস আলী এবং দৌলতদিয়া নৌ-পুলিশের এসআই লুৎফর রহমান ঘটনাস্থালে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। এ সময় নদীপাড়ে তার স্ত্রী ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।
দৌলতদিয়া নৌ- পুলিশ ফাঁড়ির এসআই লুৎফর রহমান জানান, জেলে মোসলেম প্রামানিকের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari