রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবেশীর সাথে ছেলের মারামারি ঠেকাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আক্কাস আলী (৬৩) নামের এক ব্যাক্তি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১০ টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। আক্কাস আলী মৃত খোরশেদ আলী শেখের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত ১০ টার আক্কাস আলীর ছেলে শাহিন শেখের (৩০) কোয়েল পাখির ফার্মের দুর্গন্ধ ছড়ানোকে প্রতিবেশী গিয়াস উদ্দিন শেখের ছেলে লিটন শেখ (৩৮) ও ফরিদ শেখ (৪২) এবং ফরিদ শেখের ছেলে রিমন শেখ (১৯) শাহিনদের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করে। তখন শাহিন বাড়িতে ছিল না। তারপরও তারা বাড়ির মহিলাদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কিছু সময় পর শাহিন বাড়িতে এসে গালিগালাজ করতে দেখে তাদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। হামলায় শাহিন আহত হলে ছেলেকে বাঁচানোর জন্য অসুস্থ্য আক্কাস আলী এগিয়ে এসে মারামারি থামানোর চেষ্টা করেন। এসময় ধাক্কা লেগে মাটিতে পড়ে গেলে তার হার্ট অ্যাটাক হয়। পরিবারের লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতাল থেকে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর উদ্যোগ নেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মৃত আক্কাস আলীর পরিবারের পক্ষ হতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃত আক্কাস আলীর ৫/৭ বছর আগে একবার হার্ট অ্যাটাক হয়ে শরীরের ডান অংশ অচল হয়ে যায়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari