রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অন্যতম ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মো. জুলফিকার আলী'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, কর্মজীবী কল্যাণ সংস্থার-কেকেএস টিপ প্রকল্প ও সেফ হোম ম্যানেজার মো. শাহাদৎ হোসেন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার(শিক্ষা) শেখ রাজীব, কেকেএস সংস্থার এইচআর কর্মকর্তা অনিন্দ কুন্ডু লিটন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রান্ত দাস প্রমুখ।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ, দৌলতদিয়া কেন্দ্রের কাউন্সিলর রূপা রানী কুন্ডু, মেডিকেল টেকনোলজিস্ট মো. শাকিল সরদার, প্যারামেডিক মো. সাব্বির, মোছা: খাদিজা খাতুন, মিষ্টি আক্তার, মৌসুমী আক্তারসহ অন্যান্য এনজিও কর্মকর্তা, অফিস স্টাফ ও সুধীজন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari