বৃহস্পতিবার নকলমুক্ত পরিবেশে রাজবাড়ীর কালুখালী উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় বৃহস্পতিবার ৭শ ৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। কেন্দ্র সচিব মো: শাহজাহান আলী শেখ জানায়, বৃহস্পতিবার বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকলের সহযোগীতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই কেন্দ্রের সচিব শাজাহান আলী জানায়,এ বছর মৃগী কেন্দ্র থেকে ৪ শ ২৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ওই কেন্দ্রের পরীক্ষাও নকলমুক্ত হয়েছে বলে তিনি দাবী করেন।
এছারা কালুখালী দাখিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সচিব আব্বাস আলী জানান, বৃহস্পতিবার কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় ২শ ৪০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। মাদরাসা কেন্দ্রের পরীক্ষাও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য বৃহস্পতিবার কালুখালীর ৩ টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ তার সাথে ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari