রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে অবস্থিত গোয়ালন্দ হতে বিচ্ছিন্ন চরাঞ্চল কুশাহাটা এলাকায় ৩ টি ঘর, ১২ টি গরু ও ১১ মণ ধান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘরবাড়ী হাড়িয়ে নিঃস্ব পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে। পদ্মা নদীর বিচ্ছিন্ন দ্বীপখ্যাত এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের কোন গাড়ি সেখানে যেতে পারেনি। মঙ্গলবার রাত ১০ টার দিকে কুশাহাটা এলাকার বাসিন্দা মো. ইসলাম মোল্লার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মো. ইসলাম মোল্লা স্থানীয় জামাল মোল্লার ছেলে।
ফুল খাঁ নামের স্থানীয় বাসিন্দা জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে ইসলাম মোল্লার ঘরে হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ভয়াবহ আগুনে তার ৩টি ঘর, ১৪টি গরুর মধ্যে ১২টি গর, ১১ মণ ধান, ঘরের আসবাবপত্র, চাউল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘরে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়রা ধারণা করছেন মশার কয়েল বা ইলেকট্রিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
ইসলাম মোল্লা কান্না জড়িত কন্ঠে জানান, তার আর কিছুই অবশিষ্ট থাকলো না। ঘর বাড়ি, গরু, সংসারিক আসবাবপত্র এবং খাবারের মতো কিছুই নেই। পরিবার নিয়ে কোথায় থাকবো কি খাবো জানিনা। শুধু পড়নের কাপড়টিই রয়েছে। তিনি আরও বলেন, আমার ঘরবাড়ী সহ প্রায় ১০ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, ব্যাপারটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রান সহযোগিতার পাশাপাশি বিষয়টি দূর্যোগ ও ত্রান অধিদপ্তরকে অবহিত করেছি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari