রাজবাড়ীর গোয়ালন্দে ফিলিস্তিনের উপর ইসরায়েল কর্তৃক বর্বররোচিত হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড হতে শুরু হয়ে পৌর জামতলা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কোট চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ক্লাবের কোষাধ্যক্ষ মো. শফিক মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মো. সেলিম মুন্সী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন আক্কাছ আলী হাই স্কুলের সহকারি শিক্ষক মো. ফরহাদ হোসেন, ক্লাবের সাংগঠনিক সম্পাদক কলিন্স পার্থ, সদস্য মো. রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মো. রাহাত প্রমুখসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ ও সর্বস্তরের জনগণ।
গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. সেলিম মুন্সী বলেন, অচিরেই ফিলিস্তিনিদের হত্যা বন্ধে জাতিসংঘের পদক্ষেপ গ্রহণ ও ইসরায়েলকে গণহত্যার বিচার করতে হবে। তিনি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলী পণ্য আমদানি-রপ্তানী বন্ধ এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলী কর্তৃক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার আহবান জানান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari