তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নায়ন, প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়েছে। রবিবার বিকেলে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে গোয়ালন্দ বাজার রেলস্টেশন ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে গোয়ালন্দ সাংবাদিক ফোরামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা সকিম উদ্দিন আহমেদ, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক হেলাল মাহমুদ, যুগ্ম আহবায়ক শামীম শেখ, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, দৈনিক জনকণ্ঠ পত্রিকার শফিকুল ইসলাম শামীম, মাই টিভির জেলা প্রতিনিধি শেখ মমিন, আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শাকিল মোল্লা, এস টিভির জেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, উপদেষ্টা মো. ফারুক হোসেন, প্রমুখ।
আলোচনা সভায় সঞ্চালনা করেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিম।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari