রাজবাড়ীর গোয়ালন্দে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা এবং স্কুলে ফিরে আসা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় গোয়ালন্দ পৌরসভা হল রুমে সেভ দ্য চিলড্রেন ও গোয়ালন্দ পৌরসভার সহযোগিতায় কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস রিলাক্স প্রকল্পের আয়োজনে গোয়ালন্দ উপজেলার স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা এবং স্কুলে নিয়মিত আসা বিষয়ে বিশেষ করে দৌলতদিয়া পূর্ব পাড়ার শিশুদের বিশেষ যতেœর উপরে প্রাধান্য দিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক ও কেকেএস নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন রাজবাড়ী জেলার ম্যানেজার(শিক্ষা) সাইফুল ইসলাম খান সেলিম, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি, সেভ দ্য চিলড্রেন সহকারি ম্যানেজার(শিক্ষা) ফিরোজা খাতুন, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর আলাউদ্দিন মৃধা, সাহিদা পারভীনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফিরোজা বেগম, ডেপুটি ম্যানেজার, ওহিয়ার রহমান, ডেপুটি ম্যানেজার, সেভ দ্য চিলড্রেন, রুমা খাতুন, প্রোগাম কো অর্ডিনেটর, কেকেএস।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari