রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ২৪ ঘন্টা প্রসূতি মায়ের সেবার ব্যবস্থা চালু রেখেছে। ঈদ কিংবা নববর্ষ কখনো বন্ধ থাকে না কালুখালীর প্রসূতি সেবাদান কর্মসূচি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই কর্মসূচি প্রসূতি মায়ের দোরগোড়ায় পৌঁছাতে কালুখালীর মদাপুর পরিবার পরিকল্পনা দপ্তরকে কাজে লাগানো হচ্ছে। উপজেলার মডেল পরিবার পরিকল্পনা কেন্দ্র হিসেবে ঘোষিত এই কেন্দ্রে প্রতিদিন ১০টি প্রসূতিসহ শতাধিক রোগীর স্বাস্থ্য সেবা দেওয়া হয়। কেন্দ্রটির পরিবার কল্যান পরিদর্শক সাজেদা খাতুন উপজেলা সেরা প্রসূতি মায়ের গর্ভের সন্তান প্রসবের আস্থাশীল কর্মী হিসেবে পরিচিত। তিনি জানান, কালুখালীসহ আশপাশের উপজেলা থেকেও এখানে প্রসূতি মায়েরা সেবা নিতে আসেন। কেন্দ্রটি হটলাইনের আওতাভূক্ত হওয়ায় গভীর রাতে দূরের রোগীরা এখানে আসেন। এছাড়া কেন্দ্রে ব্যবহৃত (০১৭৭৫৩৮১৫১৩)নাম্বারে ফোন করেও প্রসূতিরা সেবা নিতে আসে। ফলে সরকারী ছুটির দিনেও আমাদের সেবাদানের জন্য প্রস্তুত থাকতে হয়। তিনি জানান, গড়ে প্রতিমাসে এখানে ৪/৫ জনকে গভীর রাতে ডেলিভারী সেবা দিতে হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার জানান, কেন্দ্রটিতে নরমাল ডেলিভারী, কিশোর কিশোরী, মা ও শিশু স্বাস্থ্যসেবা, সাধারণ রোগীসেবা, গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা, জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমসহ সকল জরুরী সেবা দেওয়া হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari