রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন ইজারাকৃত পার্কিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক ভোর ৪ টা থেকে সকাল ৬ টার মধ্যে দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রেল স্টেশন সংলগ্ন ইজারাকৃত পার্কিং ইয়ার্ড হতে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. খালেক শেখের ছেলে মো. জুয়েল শেখ (৩৫)।
জুয়েল শেখ জানান,র্ বুধবার বিকেল ৪ টার দিকে তিনি তার নিজের ব্যবহারকৃত ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নাম্বার মানিকগঞ্জ হ ১২-৬৫৭২ গাড়িটি রেল স্টেশন সংলগ্ন ইজারাকৃত পার্কিং ইয়ার্ডে টোকেন নিয়ে রেখে যান। পরে তিনি দিবাগত রাত শেষে সকাল সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেল আনার জন্য পার্কিং এর দায়িত্বপ্রাপ্তদের কাছে টোকেন দিলে তার গাড়ি খুঁজে পায় না। এসময় মোটরসাইকেল হারানোকে কেন্দ্র করে পার্কিং ও স্থানীয় লোকজনের মধ্যে বাক-বিতন্ডা সৃষ্টি হয়।
পার্কিংয়ের দায়িত্বে থাকা মোসলেম শেখ জানান, ভোর রাত ৪ ঘটিকার সময় টোকেন অনুযায়ী আমি গাড়ি মিলিয়ে দেখি সব গাড়ি ঠিক আছে। পরবর্তীতে সকাল সাড়ে ৬ ঘটিকার সময় এসে দেখি ভিকটিমের গাড়ি নেই।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এব্যাপারে থানায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari