রাজবাড়ী জেলার গোয়ালন্দ সাংবাদিক ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় গোয়ালন্দ সাংবাদিক ফোরাম অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত করা হয়। গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ’র সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজি, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক শামীম শেখ, মইনুল হক মৃধা, সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম সদস্য সচিব মো. সাজ্জাদ হোসেন, ফিরোজ আহমেদ, সদস্য রাশেদুল হক রায়হান, মুহাম্মদ আবুল হোসেন মোল্লা, শফিকুল ইসলাম শামীম, মো. মজিবুর রহমান খান জুয়েল, শেখ মমিন, মো. শাকিল মোল্লা’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ববর্গ।
দোয়া মাহফিলে দেশের শান্তি, উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম। দোয়া মাহফিল শেষে অতিথিসহ সবাই ইফতারে শরিক হন। গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari