রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় পল্লী বিদ্যুতের দুই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নসহ আর্থিক জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিরাজ খার হাট এলাকার গ্রাহক আলমগীর হোসেনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পাশাপাশি নগদ ৫ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাঁচুরিয়া এলাকায় অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহারের দায়ে পরশ উল্লা নামের এক গ্রাহককে ১৯ হাজার ২৩ টাকা জরিমানা করা হয়।
পল্লী বিদ্যুতের গোয়ালন্দ সাব-জোনাল অফিস সূত্র জানায়, নিজ বাড়ির সামনে পল্লী বিদ্যুতের মেইন লাইনের (এলটি তার) সাথে হুকিং করে আলমগীর হোসেন স্যালো ইঞ্জিন দিয়ে ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ মার্চ গোয়ালন্দ পল্লী বিদ্যুত অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. আল আমিন সেখানে অভিযান চালিয়ে বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। একইভাবে অবৈধ সংযোগ নিয়ে দেবগ্রামের পরশ উল্লা অটোরিকশায় চার্জ দিতেন এবং ব্যাডমিন্টন কোর্ট আলোকিত করতেন।গোয়ালন্দ সাব-জোনাল অফিসের এজিএম মো. শাহিন আলম জানান, অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari