রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় আগুনে বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়া বদন মৃধা পাড়ার বাসিন্দা মো. জামিল শেখের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ভুক্তভোগীর দুটি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রান্না ঘরে থাকা গ্যাস লাইট ফেটে আগুনের সৃষ্টি। সাথে সাথে পাশাপাশি দুটি ঘরে আগুন ছড়িয়ে পরে। বাড়ির লোকজনের ডাক চিৎকারে আশে পাশের লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে, পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে করে ওই পরিবারের প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সাব-লিডার মো. আব্দুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার বাড়িতে থাকা আসবারপত্র ও মালামাল আমরা উদ্ধার করতে পারিনি। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে পাশে খালেক নামের একজনের গোডাউনে থাকা লক্ষ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari