রাজবাড়ীর গোয়ালন্দে প্রকাশ্যে ধারালো চাপাতি দিয়ে মাসুদ মোল্লাকে কুঁপিয়ে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. রিয়াজকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিয়াজ গোয়ালন্দ পৌর শহরের জুড়ান মোল্লার পাড়ার বাবলুর বাড়ির ভাড়াটিয়া মো. লিটনের ছেলে। আহত মাসুদ পৌর শহরের এবাদ আলী মিস্ত্রি পাড়ার মোসলেম সরদারের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, জেলা পুলিশ গুরুত্বপূর্ণ অপরাধ দমন ও অপরাধীদের শনাক্তকরণে সর্বদা সচেষ্ট। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই মো. রুস্তম আলী ও তার সংগীয় ফোর্স গত শুক্রবার দিনগত রাত পৌনে ৮ টায় জামতলা এলাকায় জনৈক লিটনের মোটরসাইকেল গ্যারেজের সামনে থেকে দেশব্যাপী আলোচিত হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. রিয়াজকে গ্রেপ্তার করে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়। অন্যান্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের লোটাস কলেজিয়েট স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari