রাজবাড়ীর গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তবা ওয়াজেদকে (৭৪) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তার মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। পরে পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা গণ্যমান্য ব্যাক্তিবর্গ, আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্হিত ছিলেন। শনিবার বাদ জোহর দুপুর আড়াইটায় গোয়ালন্দ পৌরসভার ৮ নং ওয়ার্ডের মসজিদ পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ শ্রদ্ধা নিবেদন ও জনাজার নামাজ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তবা ওয়াজেদ বিপিন রায়ের পাড়া নিবাসী মরহুম হাজী গিয়াস উদ্দিন প্রামানিকের মেজ ছেলে। শনিবার ভোর রাত পৌনে ৪ টার দিকে ঢাকাস্থ উত্তরার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কার্ডিওলজি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র সন্তান গোলাম সাজ্জাদ বাপ্পী, নাতি, দুই ভাই, দুই বোন, সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ অনেক গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে তিনি বাংলাদেশ রেলওয়ের প্রশাসন ঢাকার অপারেশন ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari