স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। বর্তমানে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে কোনো জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় অবকাঠামো নির্মাণ, অগ্রগতি ও উন্নয়ন ব্যাহত হচ্ছে। রিলিফ, ভিজিডি, কাবিখা ইত্যাদির জন্য জনগণ জনপ্রতিনিধিদের কাছে আসে, কিন্তু তারা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই।
রাজবাড়ীতে শুক্রবার সকালে শহীদ খুশি রেলওয়ে মাঠে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, অনেকে মনে করেন নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজরা জয়ী হতে পারবে না। ফলে তারা যদি কায়দা করে যেতে পারে কেটেকুটে তাহলে আবারও পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলাগুলোতেও কেটেকুটে নিয়ে নেবে। তাই তারা আগে জাতীয় নির্বাচন চায়। কিন্তু আমরা চাই, আগে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে স্থানীয় সরকার নির্বাচন হোক।
রাজবাড়ী জেলা জামায়াতের আমীর অ্যড. মো. নুরুল ইসলামের সভাপতিতে বক্তৃতা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. দোলেওয়ার হোসেন প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari