রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রোলেক্স ফুটবল দল বাহাদুরপুর। শুক্রবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বাহাদুরপুর ফারুক স্মৃতি নকশীকাঁথা আয়োজিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য সমতা থাকায় পরে টাইব্রেকারে রোলেক্স ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে ভাই বন্ধু একতা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন মরহুম ফারুকের পিতা মো. শাজাহান খান। এদিন দুজন প্রাক্তন গুণী শিক্ষক মজিবর রহমান ও আজিজুর রহমানকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। টুর্নামেন্টের আহবায়ক রেজিউল করিম রেজা'র সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ। এসময় আরো উপস্থিত ছিলেন বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মজিবর রসমান, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ সহ-সভাপতি জিয়াউল হক বাবলু, সাবেক জাতীয় পুরস্কারপ্রাপ্ত দৌড়বিদ মো. মজিদ খান, সাবেক খেলোয়াড় জিয়াউল হাসান টিটু, মো. সাজ্জাদ হোসেন, সাইদুল ইসলাম, রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মো. মনিরুজ্জামান মানিক প্রমুখ।
খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার সুলতান মাহমুদ সবুজ, মো. জাহিদুল ইসলাম ও মো. জহুরুল ইসলাম।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari