রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগ মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ হতে এ শোভাযাত্রাটি বের করা হয়। শুক্রবার রাজবাড়ীতে জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে সফল করতে এবং সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পারওয়ার এর আগমনকে স্বাগত জানিয়ে এ শোভাযাত্রাটির আয়োজন করা হয়। শোভাযাত্রায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম আযম, সেক্রেটারি মোশারফ হোসেন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন, সেক্রেটারি মাসুদুর রহমান, উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ আইয়ুব মিয়া, ছোট ভাকলা ইউনিয়ন জামায়াতের আমির ইমরান হোসেন, জামায়াত নেতা আব্বাস হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari