রাজবাড়ীর গোয়ালন্দে তুচ্ছ ঘটনার জের ধরে মো. কুদরত মন্ডল (৪৪) নামে এক মাংস বিক্রেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৪ জন আহত হয়েছেন। গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামে মঙ্গলবার এ ঘটনাটি ঘটে। হামলার অভিযোগে আজিজল (৫৫), নাবির (২৫), ফয়সাল (২৫), উরন্ড (২০), সুমন (২০)সহ অজ্ঞাত নামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই কুদরত মন্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
কুদরত মন্ডল জানান, গোয়ালন্দ পৌর শহরের জামতলা বাজারে তার মাংসের দোকান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে শাহিন নামের এক অটোরিকশা চালক তার দোকানের সামনে অটো রাখে। এ সময় মোটর সাইকেল আরোহী আজিজল এসে শাহিনকে থাপ্পর মারে। আমি এর প্রতিবাদ করিলে আজিজল আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এ ঘটনার জের ধরে রাত ৭ টার দিকে আজিজলের নেতৃত্বে একদল ব্যাক্তি লাঠিসোঠা নিয়ে আমাকে খুঁজতে হাউলি কেউটিল (কৃষ্ণতলা) গ্রামে গিয়ে আমার বাড়ীতে যায়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, কুদরত মন্ডলের লিখিত অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari