রাজবাড়ীতে গণসংহতি আন্দোলনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় রাজবাড়ী শহরের খলিফা পট্টিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আব্দুল কুদ্দুস খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মাসুদ পারভেজ।
বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব মো. বাবলু মন্ডল, আমিরুল ইসলাম, লতিফ সরদার, বারেক শেখ, সাদেক সরকার, সবজাল শেখ, মজিদ শেখ প্রমুখ।
গত ২৫ জানুয়ারি গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আব্দুল কুদ্দুস খানকে আহ্বায়ক ও মোহাম্মদ মাসুদ পারভেজকে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সদস্য সচিব মো. বাবলু মন্ডল, সদস্য মো. আমিরুল ইসলাম, লতিফ সরদার, বারেক শেখ, সাদেক সরকার, সবজাল শেখ, মজিদ শেখ, বক্কার ফকির, মো. রাব্বি, মো. ফারুক খান, মোছা: রুমি আক্তার, লাকি আক্তার, আক্কাস সরদার, শেখ মো: শহিদুল্লাহ শহীদ।
বক্তারা জানান, গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari