রাজবাড়ী আযাদী ময়দানে দুই দিনব্যাপী বই মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইকরামুল হক, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও কবিতা পরিবেশন করেন।
দুই দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য সংগঠন এবং প্রতিষ্ঠান স্টল স্থাপন করেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari