রাজবাড়ীর গোয়ালন্দে জনপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব পালন করা হয়েছে। রবিবার বিকেল ৫টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে র্যালী, আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়। যুগান্তর স্বজন সমাবেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত এবং রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ। সভাপতিত্ব করেন গোয়ালন্দ স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা শামীম শেখ।
স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রতিনিধি ও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, প্রথম আলোর প্রতিনিধি রাশেদুল হক রায়হান, মোহনা টিভির গোয়ালন্দ প্রতিনিধি মুহাম্মদ আবুল হোসেন, দৈনিক বাংলার গোয়ালন্দ প্রতিনিধি মইনুল হক মৃধা, প্রতিদিনের সংবাদ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ফিরোজ আহমেদ, স্বজন সমাবেশের শফিউল্লাহ মন্ডল, হুমায়ুন আহমেদ প্রমূখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari