রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ডিগ্রী চর চাঁদপুর গ্রামে বাচ্চু শেখ (৪০) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত খলিল শেখের ছেলে এবং তিন সন্তানের জনক।
জানাযায়, সোমবার দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে বাচ্চু শেখ ঘর থেকে বের হয়ে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার স্ত্রী জানান, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তিনি জানেন না। তবে তবে বাচ্চুর মা অভিযোগ করেছেন, ছেলের মৃত্যুর জন্য তার পুত্রবধূই দায়ী।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচাজ মাহমুদুর রহমান জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিধীন রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari