রাজবাড়ীর বরাট একতা ক্লাব মাঠে শুক্রবার বিকেল ৪ টায় প্রদর্শনী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা, যোগাযোগ বৃদ্ধি করা, তরুণদের ফুটবল খেলায় উদ্বুদ্ধ করা ও মাদক হতে যুব সমাজকে দূরে রাখতে উদ্যেশ্যে গোয়ালন্দ ফুটবল একাডেমী ও বরাট একতা ক্লাব যৌথভাবে এ ম্যাচের আয়োজন করে।
খেলায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা ২৯ স্পোর্টিং ক্লাব ও রাজবাড়ীর বরাট একতা ক্লাবের মুখোমুখি হয়।
নির্দিষ্ট সময়ের মধ্যে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। পরে টাইব্রেকারে ঢাকা ২৯ স্পোর্টিং ক্লাব বরাট একতা ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে দুই দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বরাট একতা ক্লাবের সভাপতি মেছের আলী খান, বরাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য সেলিম প্রামানিক, ৬ নং ওয়ার্ড সদস্য মো. ইউনুছ আলী, ঢাকা রহমতগঞ্জ মুসলিম সোসাইটি লিমিটেডের ইভেন্ট ম্যানেজার ও ঢাকা ২৯ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. রিপন, সাধারণ সম্পাদক সালমান মাহমুদ, ক্লাব কোচ মাহবুব, গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা ও সাংবাদিক শামীম শেখ, উপদেষ্টা সোহানুর রহমান সোহান, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সোহাগ, বরাট একতা ক্লাবের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস হারুন, ক্রীড়া সম্পাদক রাজন সরদার প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari