রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে গোয়ালন্দ পৌর ৮ নং ওয়ার্ডে অবস্থিত বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফারুক স্মৃতি সংঘ নকশীকাঁথা বাহাদুরপুরের আয়োজনে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় উজানচর আলোর দিশারী ক্লাব ও মর্নিং স্টার ক্লাব একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আলোর দিশারী ক্লাব ২-০ গোলে মর্নিং স্টার ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।
টুর্নামেন্টের আহবায়ক মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক ফুটবলার মরহুম ফারুকের পিতা মো. শাজাহান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. মজিবর রহমান, স্থানীয় মুরব্বী কমেদ সরদার, ইউসুফ আলী, মুকুল মোল্লা, সাবেক ফুটবলার মো. আরজু, জিয়াউল হাসান টিটু, মো. সোহেল, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমীর পরিচালক মো. সাইদুল ইসলাম, স্কল শিক্ষক মনিরুজ্জামান মানিক প্রমুখসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari