সম্মানিত হজ্জযাত্রীগণের স্বাস্থ্য পরীক্ষা, ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিস টিকা গ্রহণ এবং ই হেলথ কার্ড প্রাপ্তির জন্য নিচের উল্লিখিত কাগজপত্র এবং ‘পরীক্ষার রিপোর্টসহ’ রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করতে
অনুরোধ করা হচ্ছে -
১. ট্র্যাকিং নাম্বার/ পিলগ্রিম আইডি নাম্বার (পিআইডি/PID) উল্লিখিত হেলথ ফর্ম।
২. কোভিড-১৯ টিকা গ্রহণের অনলাইন সার্টিফিকেট
৩. পাঁচটি প্যাথোলজিকাল টেস্টের রিপোর্ট -
র) ইসিজি (ECG) **রিপোর্টসহ
রর) বুকের এক্সরে রিপোর্ট সহ (Chest X-ray P/A view with report) **
ররর)রক্তের গ্রুপ (Blood Grouping)
রা) রক্তের সুগার (RBS)
া) প্রস্রাবের সুগার ও অ্যালবুমিন (Urine Sugar & Urine Albumin)
উল্লিখিত কাগজপত্র সহ সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হলে সেখানে সম্মানিত হজ্জযাত্রীগণের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকাপ্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং ই- হেলথ কার্ডের তথ্যাদি অনলাইনে এন্ট্রি করা হবে।
বিশেষ দ্রষ্টব্য : রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ে শুধুমাত্র রাজবাড়ী হতে নিবন্ধিত হজ্জযাত্রীগণ টিকাগ্রহণ ও হেলথ চেকআপ সম্পন্ন করতে পারবেন। এব্যাপারে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
সিভিল সার্জন, রাজবাড়ী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari